Wednesday, October 29, 2014

ইন্টারনেটের গতি বাড়ানো



ইন্টারনেটের গতি বাড়ানোর একটি অসাধারণ টিপস



যারা তাদের কম্পিউটারের ইন্টারনেটের গতি নিয়ে তৃপ্ত নন, তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল খুবই কাজে দিবে আপনার কম্পিউটারটি যদি উইন্ডোজ অপেরেটিং সিষ্টেমের হয়ে থাকে , সেক্ষেত্রে নীচের টিউটোরিয়ালটি অনুসরণ করে আপনি খুব সহজেই বাড়িয়ে নিতে পারেন আপনার ইন্টারনেটের গতি
তবে মনে রাখা ভাল, ইন্টারনেটের গতি মূলত আপনার ইন্টারনেটের সংযোগ লাইনের উপরই নির্ভরশীল। তবে কখনো কখনো কম্পিউটারে অহেতুক কিছু সফটওয়্যারের উপস্হিতিও আপনার ইন্টারনেটের গতি কমিয়ে ফেলতে পারে। অনেক সফটওয়্যারই দেখা যায়, আপনি না চাইলেও হিডেন অবস্হায় আপনার ইন্টারনেটের লাইন ব্যবহার করছে, তাই অহেতুক সফটওয়ার কম্পিউটারে ইন্সটল না করাই শ্রেয়
এবার আসি মূল প্রসংগে, আপনার কম্পিউটারের অপরেটিং সিস্টেমটি যদি উইন্ডোজ এক্স.পি কিংবা তার উপরের কোন অপরেটিং সিস্টেম হয়, তবে নীচের টিউটোরিয়ালটি আপনার কম্পিউটারের ইন্টারনেটের গতি ২০% পর্যন্ত বাড়িয়ে দিতে সক্ষম
কারন উইন্ডোজ তার নিজস্ব আপগ্রেড এবং অনন্য কাজ করার জন্য আপনার কম্পিউটারের ২০% ইন্টারনেটের গতি রিজার্ভ করে রাখে। এমন কি এই অপশন ডিজেবল থাকলেও উইন্ডোজের ডিফল্ট অনুযায়ী এই ২০% ইন্টারনেটের গতি আপনি ব্যবহার করতে পারছেন না।। তাই এই যদি উইন্ডোজের এই অপসনটি চালু করে , সেইখানে উইন্ডোজের ইন্টারনেটের গতি রিজার্ভ রাখার পরিমান কমিয়ে দেন, সেক্ষেত্রে সেইটুকু গতি আপনি ব্যবহার করতে পারবেন
তবে গতি বাড়ানোর আগে আপনি খুব সহজেই speedtest.net নামক সাইটে যেয়ে আপনার কম্পিউটারের বর্তমান গতিটি জেনে নিন, এরপর নীচের টিউটোরিয়ালটি ফলো করার পর আবারও সাইটটিতে যেয়ে জেনে নিন কতটুকু বাড়ল আপনার কম্পিউটারের গতি
প্রথমেই নিশ্চিত করুন আপনার কম্পিউটার ইন্টারনেটের সাথে সংযুক্ত। এরপর নীচের কাজগুলো একটার পর একটা করে যান ঠিক যেভাবে বলা হয়েছে। আমরা স্ক্রিনশটও লাগিয়ে দিচ্ছি সেই সাথে
ডেস্কটপ একবার রিফ্রেশ করে Windows Logo Key + R এক সাথে চাপুন আর RUN উইন্ডো খুলবে


      
 
RUN উইন্ডোর খালি জায়গায় টাইপ করুন gpedit.msc   ছবিটি খেয়াল করুন। এরপর কীবোর্ডে Enter বাটন প্রেস করুন
দেখবেন নতুন একটি উইন্ডো চালু হবে। এখানে বাম পাশ থেকে সিলেক্ট করুন “Administrative Template” আর ডানপাশে “Network” সিলেক্ট করে ডাবল ক্লিক করুন। নীচের ছবিটি দেখুন
এবার আপনি নতুন এই লিস্টে দেখতে পাবেন QoS Packet Scheduler নামের একটি ফোল্ডার পাবেন আর ডাবল-ক্লিক করে এই ফোল্ডারটি ওপেন করুন
       
 
এই ফোল্ডারে ঢুকার পরেই সিলেক্ট করুন Limit Preservable Bandwidth আর ডাবক-ক্লিক করে ফাইলটি Open করুন

        





উক্ত ফাইলটি ডাবল-ক্লিক করে খোলার পরে আরেকটি নতুন উইন্ডো ফ্রেম চালু হবে। বামপাশে দেখুন তিনটি অপশন আছে Not Configured, Enabled এবং Disabled সচরাচর ডিফল্ট হিসেবে Not Configured সিলেক্ট করা থাকে আবার অনেক সময়ে Disable করা থাকে। আপনি Enable অপশনের পাশে গোল খালি জায়গাতে ক্লিক করে ফিচারটি এনাবেল করুন আর ঠিক তার নীচে Option ফ্রেমের ঠিক নীচেই Bandwidth Limit এর মান শুন্য (0) করে দিন। OK দিয়ে বের হয়ে হয়ে যান

       






 এরপর Disk Cleanup প্রোগ্রামটি চালু করুন আর টেম্পরারি ফাইলগুলো ডিলিট করুন আর আপনার ইন্টারনেট ব্রাউজার আবার চালু করুন। দেখুনতো বেড়েছে কিনা আপনার ইন্টারনেটের গতি ।

No comments:

Post a Comment