Monday, March 31, 2014
Hard Disk এর Partition বৃদ্ধি করা
Hard Disk এর partition বৃদ্ধি করা
Computer এ Windows দেয়ার পর Hard Disk অথবা Drive কে ভেঙ্গে একাধিক Drive তৈরি করা যায় । যদি Drive টি Extended থাকে তাহলে তাকে একাধিক Drive করলে Drive গুলো Basic থাকবে এবং Logical Drive হবে । তবে Primary Drive হলে সকল Drive গুলো Dynamic হয়ে যাবে ।
Solution: Follow the Steps:-
1. Computer Icon -এ Right Button click করে Manage -এ click.
2. Disk Management -এ click
3. যে Drive or Partition -টি ভেঙ্গে দুটি Drive or Partition -তৈরী করতে চান সেটির উপর Right click করে Shrink Volume-এ click করুন । Size of Available Shrink Space in MB-এ যতটুকু জায়গা থাকবে
ততটুকু জায়গা নিয়ে একটি Drive তৈরী করতে পারবেন । কিন্তু সম্পূর্ন জায়গা না নিয়ে কিছুটা কম নেওয়া ভাল । এরপর, Enter the amount of space of shrink in MB-এ কতটুকু জায়গা নিয়ে Drive তৈরি করবেন তাহা নির্ধারন করে Shrink -এ click করুন । তৈরী হয়ে যাবে আপনার কাক্ষিত Drive টি, কিন্তু Drive টি Unallocated হয়ে থাকবে । এটি Active করতে এর উপর Right click করে New simple volume এ click করুন । এরপর, Next, Next করে Finish করুন ।
তবে ভয় নেই , আপনার Drive এর কোন তথ্য নষ্ট হবে না । যে দুটি Drive তৈরী হবে তার ১ম টিতে আপনার সমস্ত Data থেকে যাবে এবং ২য় টি সম্পূর্ন ফাকা থাকবে । যদি কোন কারনে Drive দুটিকে আবার একটিতে পরিণত করতে চান, তাহলে ২য় Drive টিতে যদি কোন Data থাকে , তবে তা সরিয়ে নিয়ে , এর উপর Right click করে Delete Volume এ click করে Yes এ Click করুন । তারপর ১ম Drive টির উপর Right click করে Extend Volume এ click করুন । Next --Next--করে Finish করুন ।
এভাবেই আপনি সহজেই Hard Disk এর Partition তৈরী করতে পারবেন ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment